|
Date: 2023-09-02 11:34:29 |
বাপা নির্বাচন সম্পন্ন
বাপা ঐক্য পরিষদ প্রার্থী স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন ১৪২ ভোট পেয়ে নির্বাচিত। প্যানেল প্রধান আহসান খান চৌধুরী সানী পেয়েছেন ১৪৭, ইকতাদুল হক পেয়েছেন ১৪৫, আবদুল মাজেদ পেয়েছেন ১৪৩, মাঈন উদ্দিন ৪র্থ হয়ে পেয়েছেন ১৪২ ভোট। ১৩৭ ভোট পেয়েছেন বনফুল'র মোঃ শহিদুল ইসলাম বাপা ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছেন। মোট ভোটার ২৩৮, ভোট কাস্ট হয়েছে ২০৯ ভোট, নষ্ট ভোট ৪ টি।
ছবিতে-- বাপা ভোটার তাবিথ আউয়ালের সাথে বিজয়ী প্রার্থী মাঈন উদ্দিন ও দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন
© Deshchitro 2024