|
Date: 2022-09-26 04:08:18 |
জামালপুরের ইসলামপুর উপজেলার পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩৪২ জন সাধারণ ভোটারের মধ্যে ২৬০ জন ভোটপ্রদান করেন। এছাড়া ১১ জন সাধারণ শিক্ষক ভোটারের মধ্যে ভোট দেন ৯ জন।
সাধারণ অভিভাবক সদস্য পদে মোগল শেক, আনোয়ার হোসেন এবং শফিকুল ইসলাম নির্বাচিত হন। এছাড়া সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য পদে
মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক কবিতা খাতুন ৮ ভোট পেয়ে নিবর্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবতেদায়ী জুনিয়র শিক্ষক শেফালী বেগম নিজে ভোটদানে বিরত থাকায় কোনো ভোট পাননি।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৪ জন সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন। তাঁরা হলেন- এবতেদায়ী শাখার সাধারণ অভিভাবক সদস্য আলতাফুর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সেলিনা আক্তার, সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ আলী এবং সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্য সাইফুল ইসলাম সরকার।
পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার সুপার মো. ছামিউল হক বলেন, 'এখন আইনানুসারে সভাপতি নির্বাচন করার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।'
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমি সুপারভাইজার মোহাম্মদ অর রশীদ প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামপুর থানার এসআই গোলাম মুর্তোজার নেতৃত্ব একদল পুলিশ সদস্য।
© Deshchitro 2024