|
Date: 2023-09-02 12:53:45 |
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ৩নং সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আদ্বুল হাইয়ের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে পরিষদের, ৭ ইউপি সদস্য গত কাল বিকাল, ৪ টায় এক সংবাদ সন্মেলনের আয়োজন করে।
সংবাদ সন্মেলনে পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা তিনি তার লিখিত বক্তব্যে বলেন গত ২৩ মাসের ভিতরে মাত্র ২ মাসের ভাতা পেয়েছি। ২১ মাসের ভাতা কোথায় গেল এটা চেয়ারম্যান আত্নসাৎ করেছে। এ দিকে ইউনিয়ন পরিষদের সমস্ত ভাতার কার্ড আমাদের কে না দিয়ে তিনি টাকার বিনিময়ে অন্যত্র কার্ড বিক্রয় করেন। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের অনলাইন সেবা জন্ম নিবন্ধন কার্ড মাতুত্বকালিন ভাতা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার মাধ্যমে না করে পাটকেলঘাটার কালিবাড়ি রোডের তার নিকট আত্নীয় মাসুদ রানার নিকট কমিশনের মাধ্যমে করিয়ে থাকে। যা সম্পূর্ন অনিয়ম ও দূর্ণীতি। অন্য দিকে পাটকেলঘাটা বাজারের ট্রেড লাইসেন্স বাবদ সমুদয় টাকা চেঢারম্যান নিজেই আত্নসাৎ করেছে।
লিখিত বত্তব্যে প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আরো জানান, ইতিপূর্বে এই চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের নিকট সকল ইউপি সদস্যরা ৩৩ টি অভিযোগ করেছে। তদন্তের মাধ্যমে বিচার দাবী করেন। শুধু তাই নয় পাটকেলঘাটা হাট বাজারের উন্নয়নের অর্থ কোন মিটিং ছাড়াই তিনি ভূয়া প্রকল্প দিয়ে সমস্ত টাকা আত্নসাৎ করেছে। এ সকল ঘটনার বিচার দাবী করেন ভুক্তভোগী ইউপি সদস্য বৃন্দ।
এ সময় উপস্হিত ছিলেন ইউপি সদস্য শেখ জামসেদ আলী, মোঃ নাসের সরদার, মোঃ রোস্তম মোড়ল, মোঃ নাজিম উদ্দীন সানা , শেখ আছির উদ্দীন, প্রমুখ।
© Deshchitro 2024