|
Date: 2023-09-02 14:17:52 |
টাঙ্গাইলের মধুপুরে বিএনপি'র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মধুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর নেতৃত্বে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে তার কর্মী সমর্থকদের নিয়ে এ কর্মসূচি পালন করে।
এ সময় বিএনপির সাবেক নেতা জনাব আব্দুল লতিফ পান্না নেতা, জয়নাল আবেদীন বাবলু, সরকার আসাদুজ্জামান আসাদ, শামসুল হক বাবলু , যুবনেতা আব্দুল মান্নান, মধুপুর বণিক সমিতির মনজুরুল হক, শ্রমিক দল নেতা সোলায়মান, যুবদল নেতা হাবিবুর রহমান বাবলু , সোহেল তালুকদার, কামরুজ্জামান বাবু ছাত্রনেতা কাজল, ফরিদ, রফিকুল ইসলাম, আব্দুস সালাম খান, আব্দুল মালেক মাস্টার, হাবিবুর রহমান, তোফাজ্জল হোসেন তোতা, কাইয়ুম মুন্সীসহ বিভিন্ন নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
এর আগে মিছিল শেষে মধুপুর পৌর শহরের আদালত পাড়ায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
© Deshchitro 2024