|
Date: 2023-09-03 00:00:55 |
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার -২(কুতু্বদিয়া -মহেশখালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আব্দুল খালেক চৌধুরী। তিনি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ের ৪বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সদস্য, গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান।
গতকাল (১সেপ্টেম্বর ২০২৩) বিকাল ০৪টায় কুতুবদিয়ায় হোটেল সমুদ্র বিলাসের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক জনাব,হাছান কুতুবী, লিটন কুতুবী, এম.এ মন্নান, কাইছার সিকদার, আব্বাস সিদ্দীকি, নজরুল ইসলাম, আবুল কাশেম, হিরু চৌধুরী, শাহেদুল ইসলাম মণির, মুহি উদ্দীন, নাছির উদ্দীন, আজিজুল হক আজিজ। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি দল থেকে আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি কক্সবাজার -২আসনে নির্বাচন করবো,আর যদি দল থেকে আমাকে মনোনয়ন না দেয়া হয় তাহলে আমি দলের বাইরে নির্বাচন করবো না। তিনি তার সমর্থক নেতাকর্মীদের বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল থেকে যাকে মনোনয়ন দেয় আমরা তার পক্ষে কাজ করব। সাংবাদিকরা এ্যাড আব্দুল খালেক চৌং কে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ভাবে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের বলেন, এই আসনে দু‘বারের নির্বাচিত সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকসহ আওয়ামীলীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মাঝে তিনি কোনো অংশে কম নয় বলেও দাবি করেন। দক্ষ নেতৃত্বে উপকূলে সুপারডাইক বেড়িবাঁধ,মগনামা-বড়ঘোপ ঘাটে ফেরিপারাপার সহ নানা অসমাপ্ত কাজ করতে চান তিনি। যে কারণে নৌকার মনোনয়ন পেতে তিনি লবিং-গণসংযোগ করে যাচ্ছেন। এই বলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার অনুষ্ঠান শেষ করেন।
© Deshchitro 2024