রাঙ্গুনিয়ায় দীর্ঘ দুই মাস ধরে নিখোঁজ রয়েছে মোহাম্মদ মহির উদ্দিন (১৫) নামে এক কিশোর। দাদীর সাথে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে সেখান থেকে গত ২৭ জুন নিখোঁজ হয়েছিলো সে। এরপর থেকে সম্ভাব্য অনেক স্থানে খোজাখুজি করেও পাওয়া যাচ্ছে না বলে জানান তার রিক্সা চালক পিতা মো. জামাল উদ্দিন। এই বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নিখোঁজ ডায়েরি করলেও তার সন্ধান দিতে পারেনি পুলিশ। 


রিক্সা চালক জামাল উদ্দিন জানান, তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরেরখীল এলাকায়। কোরবানি ঈদের আগে দাদীর সাথে নিখোঁজ মহির উদ্দিন একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড উচ্চগ্রাম এলাকার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিলো। সেখান থেকেই নিখোঁজ হয়ে যায় সে। এরপর থেকে তাকে খোঁজে পেতে নানাভাবে চেষ্টা চালিয়েও শনিবার (২ সেপ্টেম্বর) রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে পাওয়া যায়নি বলে জানা যায়। সন্তানকে খুঁজে পেতে আকুতি জানিয়ে সকলের সহযোগিতা চেয়েছেন পিতা জামাল উদ্দিন। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা। নিখোঁজ মহির উদ্দিনের খোঁজ জানাতে যোগাযোগ করুন- ০১৮৬৬-০৬৮৭২৪, ০১৮১৫-৭০৩১৫৪।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024