|
Date: 2023-09-03 09:28:11 |
জামালপুরের ইসলামপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছে সুমন তালুকদার। তিনি সনাতন তথা হিন্দু ধর্মে দীক্ষিত।
গত বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকেলে সুমন তালুকদার ইসলামপুর থানায় যোগদান করেন। এর আগে তিনি ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে কর্মরত ছিলেন। মুহাম্মদ মাজেদুর রহমানের স্থলাভিষিক্ত হন সুমন তালুকদার।
উল্লেখ্য, গত বুধবার (৩০ আগষ্ট) দুপুরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদন্তকাজে অসহযোগিতার দায়ে মুহাম্মাদ মাজেদুর রহমানকে আকস্মিকভাবে জামালপুর জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। যদিও জামালপুর পুলিশ সুপার কার্যালয় থেকে জারি করা এক পরিপত্রে প্রশাসনিক কারণে তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করার বিষয়টি উল্লেখ করা হয়।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের এসপি (অপারেশন) খোন্দকার নজমুল হাসান গত ৩০ আগষ্ট সকালে পুলিশের বিরুদ্ধে আনীত পুরোনো একটি অভিযোগের তদন্তে ইসলামপুর থানায় আসেন। এ সময় তাঁকে অসহযোগিতা করায় তাৎক্ষণিক ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেন এসপি মো. কামরুজ্জামান।
ইসলামপুর থানার ওসি (তদন্ত) মো. আনছার উদ্দিন বলেন, 'থানায় নতুন ওসি স্যার এসেছেন। আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওসির দায়িত্ব পালন করে আসছিলাম। নবাগত ওসি স্যারকে দায়িত্ব বুঝে দিয়েছি। সুমন তালুকদার স্যার ওসি হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেছেন।'
© Deshchitro 2024