|
Date: 2022-09-26 12:05:06 |
◾ নিউজ ডেস্ক
রাজধানীর হাজারীবাগে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সংবাদকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
হাজারীবাগ এলাকার টালি অফিস সড়কে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে বিকাল পৌনে ৪টা পর্যন্ত।
রাজধানীতে ১৬টি স্থানে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে সমাবেশ করার কথা ছিল বিএনপির। একই স্থানে কর্মসূচি ঘোষণা করে যুবলীগের ধানমন্ডি থানা শাখা। এজন্য ওই স্থানে যেকোনো ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে তা দুই দলকেই জানায় পুলিশ।
এ কারণে সমাবেশস্থল পরিবর্তন করে পুলিশের মৌখিক অনুমতি নিয়ে দুপুরে হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজের সামনে সমাবেশের প্রস্তুতি নেয় বিএনপি। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়ো হয়। এ সময় উভয় দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের ব্যাপারে রমনা বিভাগের সহকারী পুলিশ সুপার মো. ইহসান বলেন, সমাবেশে প্রবেশের মুখে দুই দলের সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষটি বড় ধরনের ছিল না।
© Deshchitro 2024