এশিয়া কাপের আফগানিস্তানের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে জ্বলে উঠেছে টাইগার ব্যাটারদের ব্যাট। ওপেনিংয়ে নামা মিরাজের পর শান্তর সেঞ্চুরি। এরপর সাকিবের ক্যামিওতে বাংলাদেশের রান দাড়িয়েছে ৩৩৪। 


রোববার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে দুইদল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।


ওপেনিংয়ে চমক। নাইম শেখের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন মেহেদি হাসান মিরাজ। ৪৭ বলে জুটিতে দলীয় ফিফটি পূরণ করেন এই দুজন। দশম ওভারে ব্যক্তিগত ২৮ রানে মুজিব উর রহমানের বলে বোল্ড হন মোহাম্মদ নাঈম। পরের ওভারেই শূন্য রানে গুলবাদিন নায়েবের বলে স্লিপে থাকা হাশমতউল্লাহ শাহিদিকে ক্যাচ দেন তাওহীদ হৃদয়।


পরের ওভারে আরও একটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর বদলে তিন নম্বরে নামেন তাওহিদ হৃদয়। সুবিধা করতে পারেননি। নিজের মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন হৃদয়। এরপরই শান্তকে নিয়ে জুটি গড়েন মিরাজ। ৬৫ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন ডানহাতি এই ব্যাটার। কিছুক্ষণ পরই আফগান পেসার ফজলহক ফারুকিকে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করেন শান্ত।


এরপরই আফগান বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন মিরাজ আর নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে নেমে মিরাজ করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, ১১৫ বলে। এরপর শান্তও ছুঁয়েছেন তিন অংকের ম্যাজিক ফিগার। দলীয় ২৫৭ রানের মাথায় ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন মিরাজ। দুজনের জুটিতে আসে ১৯৪ রান। এই নিয়ে পঞ্চমবারের মতো তৃতীয় উইকেটে দেড়শ বা এর বেশি রান দেখল বাংলাদেশ। 


মেহেদীর পরের ব্যাটার হিসেবে নামেন মুশফিক। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত (১০৪)। ভারসাম্য হারিয়ে দলীয় ২৭৮ রানের মাথায় রান আউট হয়ে ফেরেন তিনি। ঝোড়ো গতিতে ব্যাটিং শুরু করা মুশফিককেও শান্তর মতো ভাগ্য বরণ করেন। সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ফেরেন ১৫ বলে ২৫ রান করে। দলীয় ২৯৪ রানে মুশফিকের বিদায়ের পর ৩২৪ রানের মাথায় পঞ্চম ব্যাটার হিসেবে ফেরেন শামীম হোসেন পাটোয়ারি। তিনিও রান আউটের শিকার। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান তোলে বাংলাদেশ। সাকিব ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024