|
Date: 2023-09-03 15:10:05 |
কলমাকান্দায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্ভোধন
মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা উদ্ভোধন করা হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে উপজেলা মাল্টিপারপাস হল প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী এ কৃষি মেলার উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে আয়োজিত মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু,কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান তরফদার, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু প্রমুখ।
৩ দিন ব্যাপী অনুষ্ঠিত মেলায় বিভিন্ন কৃষি পণ্যের স্টলে বিভিন্ন কৃষি পণ্য প্রদর্শিত হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর'২৩ পযর্ন্ত মেলা চলবে।
© Deshchitro 2024