|
Date: 2023-09-03 20:23:04 |
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ওমর ফারুকের (৩৮) পথ রোধ করে মারপিট করে যখম করার ঘটনা ঘটেছে। ৩ সেপ্টেম্বর রোববার রাতে শেরপুর থানায় আলেম (৪৫) ও রুনা বেগম (৩৭) এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে আনছার আলী।
অভিযোগ সুত্রে জানা যায়, কিছুদিন পূর্বে কাফুরা পূর্ব পাড়া গ্রামের মৃত সমশের পোদ্দারের ছেলে আলেমের জমির পাশে জাল ফেলা নিয়ে ফারুকের সঙ্গে বিরোধ হয়। রোববার সন্ধায় ওমর ফারুক শেরপুর শহরে কাজ শেষে বাড়িতে ফিরছিল। এ সময় কাফুরা পূর্ব পাড়া আলেমের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে একা পেয়ে বাঁশের লাঠি দিয়ে এলোপাথারি ভাবে মারধর করে। ফারুকের আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024