তৃতীয় প্রজন্মের জীবন বীমা কোম্পানি সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ২২ আগস্ট সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে গ্রাহকের প্রিমিয়াম সংগ্রহ, ম্যাচুরিটি ক্লেইম ও মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের কমিশন প্রদানের লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষর অনুষ্ঠানে সানলাইফের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও ডাচ-বাংলা ব্যাংকের পক্ষে মোঃ আনোয়ার ফারুক তালুকদার, এসইভিপি এন্ড চিফ এসএমই বিজনেস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গ্রাহকদের দ্রুততর সময়ের মধ্যে সেবা প্রদান করার মাধ্যমে আত্ম প্রত্যয়ী হয়ে সানলাইফ আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়ে মানসম্মত বীমা সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় উল্লেখযোগ্য একটি সংযোজন হলো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে সানলাইফের গ্রাহকদের প্রিমিয়াম জমা প্রদানের কাজটি

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024