নড়াইলের লোহাগড়ায় তাজমিরা খানম  (২০) নামের আত্মহত্যার চেষ্টা কারা এক গৃহবধু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গত রোববার দিবাগত রাতে তার বাবার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তাজমিরা খাতুন জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামের নান্নু মৃধার মেয়ে এবং উপজেলার আড়িয়ারা গ্রামের মামুনের স্ত্রী।
স্বজনরা জানান গত ২৩ আগস্ট তাজমিরা খানমের শশুর বাড়ির লোকজনের সাথে পারিবারিক কলহের জেরে ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে । এ সময় তার শাশুড়ি ও দেবর দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে যায়
তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন  চিকিৎসার পর ০১ সেপ্টেম্বর চিকিৎসকরা ছাড়পত্র দিলে  তাকে বাড়িতে নিয়ে  আসি।চিকিৎসকের পরামর্শ মোতাবেক  চিকিৎসা চলমান  অবস্থায় গত রবিবার ০৩ সেপ্টেম্বর  দিবাগত রাতে তার মৃত্যু হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন বলেন খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না  তদন্তের জন্য পাঠানো হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024