|
Date: 2023-09-04 14:20:02 |
শ্যামনগরে দুপ্রকের আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সোমবার সকালে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুনীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, সদস্য সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন। আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম,শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
সম্প্রতি অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল কাঁঠালবাড়ীয়া আদর্শগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও রানার্স আপ দল নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রচনা প্রতিযোগিতায় প্রথম যৌথভাবে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী তমালিকা বিশ^াস,নাজিফা তাসনিম। দ্বিতীয় নূদরাতনাওয়ার ইনা ও তৃতীয় মারিয়া তাবাছুম।
ছবি- শ্যামনগরে দুপ্রকের আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
© Deshchitro 2024