|
Date: 2023-09-05 06:52:29 |
রাফির খাতায় রংধনু
আঁকছে জিহাদ সোনা,
তাই দেখে জিয়াসমিনের
পাচ্ছে ভীষণ কান্না।
আঁকা হয়নি রংধনু
সাতটি রঙ তো নেই,
লাল, সবুজ আর বেগুনি
কোথায় তাদের পাই।
এমন সময় রাফি দেখে
আকাশ বুকের মাঝে,
ছাতার মতন বাঁকা হয়ে
কী যেন এক ভেসে উঠে।
তাই দেখে জিয়াসমিন
অনেক খুশি হয়,
রাফির খাতায় জিহাদ তখন
রংধনু আঁকতে বয়।
আফরিনা সুলতানা ঈশিতা
নবাবগঞ্জ, ঢাকা।
© Deshchitro 2024