আজ শোনাব নতুন গল্প 

ঢাকার মুন্সিগঞ্জের কথা, 

সেথায় আছে আরিয়াল বিল 

নয়তো লোক মুখের কথা। 


এখন তো ভাই বর্ষাকাল 

আগস্ট মাসের শেষ, 

ফুটে আছে সাদা শাপলা 

দেখতে লাগে বেশ। 


আরিয়াল বিলের স্বচ্ছ জলে 

নাইতে লাগে ভালো, 

জেলের জালে ধরা মাছ 

খেতে আরও ভালো। 


বৈশাখের রৌদ্রদিনে কৃষাণ

ফলায় ধানের মেলা, 

সোনা রঙে আরিয়াল বিলে 

চলে সোনালী ধানের খেলা। 


আজ তবে এইটুকু থাক 

বাকী গল্প হবে পরে, 

আরিয়াল বিল এখন আছে 

বর্ষার পানিতে ভরে। 




আফরিনা সুলতানা ঈশিতা 

নবাবগঞ্জ, ঢাকা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024