চলো তবে আজ নতুন করে 

পরিচয় হয়ে নিই, কিছু কথা 

যা বলা হয়নি অতীতে; আজ তা

বলে দেই দু'জনে। 


কিছু আর না থাক বাকী; 

তবু হৃদ থেকে বের করো 

সকল কথামালা আজ এক করো, 

আমার হাতটি পুনরায় ধরো বার আরেকটি। 


তবু গল্পের ছলে পরিচয় 

সব কথা তবে আজ বলে দিই 

চোখের ভাষা আজ তবে থাক বাকী; 

তবুও যে চোখ কিছু কথা কয়। 




আফরিনা সুলতানা ঈশিতা 

নবাবগঞ্জ, ঢাকা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024