গাজীপুরের শ্রীপুরে দুই জনকে বেঁধে রেখে অস্ত্র ভয় দেখিয়ে ৬৫টি অক্সিজেন ও   কার্বন ডাই অক্সাইড সিলিন্ডার  ডাকাতির ঘটনা ঘটেছে। যার আনুমানিক বাজার মুল্য ৭-৮লাখ টাকা।



শুক্রবার(৫ই আগস্ট)দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নয়নপুর বাজারে মো.রুবেল সরকারের মালিকানাধীন  রুবাইয়া ইলেকট্রনিক এন্ড এন্টারপ্রাইজে ডাকতির ঘটনা ঘটে।



ব্যবসায়ী রুবেল জানায়, দোকানের তালা কেটে সাত জনের ডাকাত দল প্রায় ৭-৮ লাখ টাকার ৬৫টি অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড সিলিন্ডার মালামাল লুট করে নিয়ে গেছে। 



বাজারে কোন নৈশপ্রহরী ছিল না।আমার দোকানের মাল আসার কথা ছিল।

গভীর রাতে ডাকাতরা এসে দোকানের ঠুকার পর শব্দ শুন পাশের বাসার লোক দেখতে আসা মাত্র অস্ত্রের ভয় দেখিয়ে  দুইজনকে জিম্মি করে গামছা দিয়ে হাত মুখ বেঁধে তালা কেটে মালামাল লুট করে নিয়ে যায়।এই রকম বেঁধে রেখে দোকানে ডাকাতির ঘটনায় এলাকার মানুষের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।



এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান  বলেন, ঘটনাটি শোনার পর ঘটনাস্থল ফোর্স পাঠনো হয়েছে এবং তদন্তের পর পরবর্তী পদক্ষেপ গ্ৰহন করা হবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024