|
Date: 2023-09-05 12:53:47 |
মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় রবিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২.৪৫ মিনিটে আকস্মি ঝড় বয়ে যায়। প্রায় ঘন্টা ব্যাপী এ ঝড় তান্ডব চালায়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য ঘরবাড়ি,গাছপালা ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়।
আকস্মিক এ ঝড়ের তান্ডবে ঘরবাড়ি, গাছপালা ক্ষতির পাশাপাশি কয়েক জন নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়। রবিবার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে মৃত দুই ব্যক্তির পরিবারকে আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ হতে গুজাকুলিয়া গ্রামের অনিল চন্দ্র দাস ও বেখরিকান্দা শুনুই গ্রামের আব্দুল কুদ্দুছ এর পরিবারকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার,উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ।
© Deshchitro 2024