|
Date: 2023-09-05 14:57:51 |
ফরিদপুরের ভাংগা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙনে আবেশ স্মৃতি সংসদ ফুটবল টুর্ণামেন্ট -২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ,কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়ার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভাংগা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন রুবেল,বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান,সহ সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, কৃষি বিষয়ক সম্পাদক বাবু দীপক মজুমদার,ভাংগা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান মিরন হাওলাদার,সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা,কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান,আবেশ স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি,সাংবাদিক মোঃ ওয়াহিদুজ জামান সহ আরো উপস্থিত ছিলেন ভাংগা উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,এলাকার গন্যমান্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ প্রমুখ।
খেলা শুরু হওয়ার আগেই মাঠের কানায় কানায় হাজার দর্শকের উপস্থিতি অতিথিদের মুগ্ধ করেছে।
উল্লেখ্য,আবেশ গত ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা উত্তরায় এক মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু বরণ করেন।আবেশের পুরো নাম ওয়াকিব হাসান আবেশ।জন্ম ২০০৪ সালের ১৫ ফেব্রুয়ারি। ভাংগা উপজেলার কাউলীবেড়া গ্রামের মোঃ ওয়াহিদুজ জামানের একমাত্র পুত্র।আবেশ ছিলেন এলাকার মানুষের প্রিয় মুখ।একজন ভদ্র ও মেধাবী ছাত্র ছিলেন। উচ্চতা ছিলো ৬ফুট ২ ইঞ্চি।তার অকাল মৃত্যুতে এলকায় শোকের ছায়া নেমে আসে।
আজ আবেশ স্মৃতি সংসদ ফুটবল টুর্ণামেন্ট -২০২৩ এর উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন, আবেশ স্মৃতি সংসদ বনাম চরমানাইড় রহমত উল্লাহ মাতুব্বর ও সাইদুর বেপারী স্মৃতি সংঘ।খেলার প্রথম ও দ্বিতীয় অর্ধে কোন পক্ষের গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নিধারিত হয়।এতে চরমানাইড় ১-০ গোলে জয় লাভ করেন।
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন,ধর্মদীর মোঃ আকবর হোসেন,সহযোগী জহির ও বাপ্পারাজ।
আগামীকাল বিকেল ৪টায় জাঙালপাশা ফুটবল ক্লাব বনাম কবিরাজপুর টিম এলিভেন একাদ্বশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
© Deshchitro 2024