|
Date: 2023-09-05 16:20:17 |
টাঙ্গাইলের
মধুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এর উদ্যোগে বিদেশ
ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
(৫ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে ব্র্যাক
মাইগ্রেশন প্রোগ্রাম রিইন্ট্রিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স
ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত
হয়েছে। কর্মশালায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রথিন্দ্র নাথ অধিকারী, তথ্য সেবা কর্মকর্তা স্বপ্না কর্মকার, শিক্ষক আব্দুল মজিদ, ইউপি সদস্য আসমা বেগম, বিদেশ ফেরত আবুল হাসান প্রমুখ। ব্র্যাকের জেলা সমন্বয়কারী সরকার হাসান ওয়াইজ এর সভাপতিত্বে এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেক্টর স্পেশালিস্ট সাইকোস্যোসাল কাউন্সিলর ইফ্ফাত আরা রাখী।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামসুজ্জামানের সঞ্চালনায় এ কর্মশালায় বিদেশ ফেরত, জন প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024