দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানা ও স্থানীয় সুত্রে জানা যায় ৫সেপ্টম্বর রাত ৮টায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড ডায়াবেটিকস হাসপাতালের সম্মুখে ভবানীগঞ্জ থেকে দিনাজপুরগামী ১০চাকার একটি পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে বা হাত ও বা পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মটর সাইকেলে আরোহনকারী আসাদুজ্জামান মানিক(২৭)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত আসাদুজ্জাম মানিক দিনাজপুর শহরের ৯নং উপশহরের মৃত আব্দুস সামাদের ছেলে।এ ঘটনায় ঘাতক ট্রাক আটক করা হয়েছ।তবে হেলপার ও চালক পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইন চার্য।