|
Date: 2022-09-26 17:28:57 |
সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১১টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ওয়ার্কাস পাটির নেতা এড. মুস্তফা লুৎফুল্লাহ। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা শেখ নুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন, পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বিশ^জিৎ সাধু, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন,তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ প্রমুখ। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
© Deshchitro 2024