টাঙ্গাইলের মধুপুরে জাতীয় কবি নজরুল ইসলাম এর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ( সেপ্টেম্বর) বিকেল ৪টায় মধুপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা শিল্পকলা ও নজরুল একাডেমীর উদ্যোগে আয়োজন করেছেন।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন নজরুল একাডেমীর সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, ওস্তাদ মন্টু মিয়া, অর্থ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক হুমায়ন কবির, অধ্যাপক নাজিবুল বাশার, অধ্যাপক লিয়াকত হোসেন জনী প্রমুখ।

এ সময় ছোট ছোট শিশু শিল্পীরা প্রতিযোগিতায় ইসলামী সংগীত, কবিতা, নজরুল গীতি সংগীতে অংশগ্রহণ করেন। নজরুলের স্মৃতিকে ধরে রাখতে তার জীবনী ও নানা আয়োজনে দিনটি স্বরণ করেছেনে উপজেলা শিল্পকলা ও নজরুল একাডেমী সংগঠনটি।

এ অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা ও নজরুল একাডেমীর সকল সদস্য, জন প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024