|
Date: 2023-09-06 03:55:06 |
ধর্ম যার যার উৎসব সবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর ) সকাল ৭টা মুজিব সড়ক রোডস্থ মুক্তা প্লাজার সম্মুক্ষে হইতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা সঞ্চালনায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মোঃ হাবিবের মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গণপতি রায়, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রাণ গোবিন্দ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক হীরক গুন।
উল্লেখ্য,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অংশ গ্রহণ করে কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে যেয়ে শেষ হয়। এতে সিরাজগন্জ সদর থানা পূজা উদযাপন পরিষদ,শহর শাখা পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
© Deshchitro 2024