|
Date: 2023-09-06 07:12:27 |
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চোর সন্দেহ গনপিটুনিতে ১জন নিহত হয়েছে।
বুধবার (৬সেপ্টেম্বর) সকাল ৮টায় মালেশিয়া ফেরত সাইফুদ্দীন এর বাড়ীর সামনে মোশারফ হোসেন (৪৩) নামে এক চোরকে গনপিটুনি দিলে ঘটনাস্থলে নিহত হয় সে।
নিহত মোশারফ হোসেন (৪৩) নোয়াখালী সুধারাম থানার ধর্মপুর গ্রামের পিতা -মৃত মোহাম্মদ মোস্তফা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী ফেনীসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে এবং একাধিকবার পুলিশ কর্তৃক ইতিপূর্বে গ্রেফতার হয়েছিল।
এর আগে, আনুমানিক ভোররাত ৪টার সময় রামপুর ইউনিয়নের মালেশিয়া ফেরত সাইফুদ্দিনের বসতঘরে দরজার নিচে মাটির সিদ্কেটে দুইজন চোর ভিতরে প্রবেশ করে। ঐ সময় ঘরে কেউ ছিলনা। তারা সকলে সেনবাগে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল। ঘরে আওয়াজ শুনে প্বার্শবর্তী ঘরের ফুফাতো ভাই জুনায়েদ, সাইফুদ্দীনের বড়ভাই বাহার উদ্দিন মিজান'কে ফোন করে বিষয়টি জানালে তিনি ওই ঘরের সামনে আসলে দুইজন চোরের একজন পালিয়ে যায়। কিন্তু অন্য চোর পালানোর সময় বাহার উদ্দিন মিজান হাতে নাতে ধরার চেষ্টা করলে নিহত মোশারফ হোসেন(৩৫) মিজন'কে শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে কুপিয়ে আঘাত করে। পরে তার চিৎকারে শুনে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে চোরকে হাতে নাতে ধরে বেঁধে ফেলার পর গনপিটুনি দিয়ে ওই এলাকার চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন ও স্থানীয় মেম্বার মোঃ ইদ্রিছকে খবর দেয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রবাণ চৌধুরী বলেন, আজ সকাল ৮:৩০টার সময় থানার দফাদার এই ব্যাপারে আমাদের অবহিত করলে পুলিশ গিয়ে নিহত মোশারফ হোসেনের লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
© Deshchitro 2024