|
Date: 2023-09-06 09:54:45 |
কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদী থেকে মহসিন ভুট্টো (৫০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর)সকাল ৮টার দিকে উপজেলা মাতামুহুরী ব্রিজের নিচে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সেনা সদস্য চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সওদাগরপাড়ার মৃত খলিলুর রহমানের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ আহমেদ।
তিনি জানান,চকরিয়া মাতামুহুরী নদীর ব্রিজের পাশে পরিত্যক্ত ভাসমান লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কি কারণে মৃত্যু হয়েছে সেটা এখনো জানা যায়নি।
© Deshchitro 2024