|
Date: 2023-09-06 10:15:26 |
বানিয়াচংয়ে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে শীঘ্রই যোগদান করবেন সুনামগঞ্জ থেকে পদায়নকৃত উত্তম কুমার দাশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ প্রদান করা হয়।
উত্তম কুমার দাশ ইতিপূর্বে হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ উপজেলায় সুনামের সহিত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ির সিলেটের সুনামগঞ্জ জেলায়। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও ১ ছেলে সন্তানের জনক।
উত্তম কুমার দাশ জানান , ইউএনও হিসেবে বানিয়াচং আমার ১ম কর্মস্থল। আশা করছি সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন উত্তম কুমার দাশ।
© Deshchitro 2024