|
Date: 2023-09-06 11:38:37 |
নড়াইলের লোহাগড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথী শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০ টায় লক্ষীপাশাস্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শিব প্রসাদ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রুপক মুখার্জির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুভাস চন্দ্র বোস।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু, লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, লোহাগড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি কমল কৃষ্ণ বালা, বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খৃষ্টান ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মৃত্যূঞ্জয় দাস, লোহাগড়া পৌর প্যানেল মেয়র বিশ্বনাথ দাস ভন্ডুল, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রবীর কুমার কুন্ডু মদন, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক পরীক্ষিত শিকদার, সাবেক সহ-সভাপতি গৌতম দেওয়ান, জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক কাজল পাল, সদস্য সচিব অসীম রায় পমুখ।
দুপুরে পূজা-অর্চনা শেষে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
শেখ মাসুদ পারভেজ , লোহাগড়া, ০৬-০৯-২৩
০১৭১৮৬৬৮৩০৫
© Deshchitro 2024