পটুয়াখালীর মির্জাগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) বিকাল ৪ টায় শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের আয়োজনে পূর্ব সুবিদখালী রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পুরাতন লঞ্চঘাট হয়ে হাইস্কুল রোড, তিন রাস্তার মোড়, কামার পট্টি, স্বর্ণকার পট্টি, কাপর পট্টি, সুবিদখালী বাজার সার্বজনীন দুর্গা মন্দিরসহ উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ব সুবিদখালী রাধা-গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ, ব্যবসায়ী অমল দাস, যুবলীগ নেতা নিমাই দেবনাথ, সাংবাদিক উত্তম গোলদার ও এস কে মিন্টুসহ সনাতনধর্মালম্বী শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এছাড়াও দিনব্যাপী পুঁজা অর্চনা, গীতাপাঠ, নাম সংকীর্তন, ভজন কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024