কক্সবাজার টেকনাফের একাধিক মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত সেলিম(৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা হোয়াইক্যং কুতুবদিয়া পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


গ্রেফতার সেলিম ডাকাত টেকনাফ হোয়ইক্যং উনছিপ্রাং এলাকার সফরমিয়ার পুত্র। তার গ্রেফতারের খবরে এলাকার বাসিন্দাদের মধ্যে উৎসব বিরাজ করছে।


বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) রোকনুজ্জামান।


তিনি বলেন, গ্রেফতার সেলিম ডাকাতের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও হত্যা মামলা আছে, এবং সে জেল থেকে বের হয়ে এলাকার মানুষের ওপর নির্যাতনের খবর পেলে আমাদের একটি টিম গিয়ে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে ২-৩টি মামলা ওয়ারেন্ট আছে ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024