|
Date: 2023-09-06 13:16:43 |
লাখাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা।
লাখাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বী দের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্টিত।
প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। বুধবার (৬ সেপ্টেম্বর) আজকের এইদিনে ভাদ্র কৃষ্ণা অষ্টমী।ভগবান শ্রীকৃষ্ণ এঁর আর্বিভাব তিথি উপলক্ষে পূর্ব বুল্লা সনাতনী গীতা সংঘ, মোড়াকরি গৌর মন্দির, মোড়াকরি বড় আখড়া সহ বামৈ কালী মন্দির কর্তৃক আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় ভক্তবৃন্দ মিলন মেলায় মিলিত হয়। মোড়াকরি বড় আখড়ায় আয়োজিত মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ,এন,ও) নাহিদা সুলতানা । উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। বিশ্বজিত ভট্টাচার্যের সন্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র সূত্রধর,সাধারণ সম্পাদক ও বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা শাখার সভাপতি প্রানেশ গোস্বামী ও সাধারণ সম্পাদক সম্পদ রায়, শারদাঞ্জলী ফোরাম লাখাই শাখার রঞ্জন দাস সহ বিভিন্ন ইউনিয়ন এবং গ্রাম থেকে আগত সকল কৃষ্ণ অনুরাগী ভক্ত গণ।
© Deshchitro 2024