|
Date: 2023-09-06 15:42:06 |
জামালপুরের ইসলামপুর থানায় নতুন যোগদান করা অফিসার্স ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেছেন, 'জুয়া ও মাদক সামাজিক অস্থিরতার একটি বড় কারণ। জুয়া-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে ইসলামপুর থানা-পুলিশের। জুয়া-মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে যতটুকু কঠোর হওয়া দরকার, সেটাই করা হবে। জুয়া ও মাদক নির্মূল করতে সব মহলের সহযোগিতা জরুরি।'
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর থানায় নিজ কার্যালয়ে একান্ত সাক্ষাতকালে ওসি এসব বলেন।
ওসি সুমন তালুকদার বলেন, 'মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের পর যারা ছাড়িয়ে নিতে থানায় আসবে, সেসব দালালদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জুয়া-মাদক নির্মূল করার ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। মোট কথা হচ্ছে, হয় মাদক ছাড়তে হবে, না হয় এলাকা ছেড়ে চলে যেতে।'
ওসি সুমন তালুকদার আরও বলেন, 'জুয়া খেলতে এবং মাদক গ্রহণ করতে যেহেতু বিদ্যা-বুদ্ধির দরকার হয় না, সেকারণে যে কেউ এই নেশায় জড়িয়ে পড়তে পারে। নিয়মিত জুয়ায় অংশগ্রহণ বেশির ভাগ ক্ষেত্রে নেশার উদ্রেক করে; হারলে হারানো অর্থ উদ্ধারের চেষ্টা এবং জিতলে আরও বেশি অর্থ উপার্জনের উৎসাহ, এই চক্রের কোনো শেষ নেই। জুয়ার আসর থেকে সর্বস্বান্ত হয়ে কেউ কেউ আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।৷ জুয়া ও মাদক থেকে নিজেদের বিরত রাখতে হবে। প্রয়োজনে যাদের সঙ্গে বন্ধুত্ব রাখলে কিংবা মেলামেশা করলে জুয়া ও মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেসব অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে।
সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে জুয়া খেলা ও মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে হবে। জুয়া ও মাদককাণ্ডে জড়িত মূলহোতাদের আইনের আওতায় আনতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা তৈরি করতে পারলে সর্বপ্রকার জুয়া খেলা ও মাদকের ভয়াবহতা থেকে মুক্ত থাকা সম্ভব হবে।'
নির্দোষি মানুষকে যাতে কারাগারে যেতে না হয়, সেব্যাপারেও সব সময় সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ওসি সুমন তালুকদার।
© Deshchitro 2024