ভাংগায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পাড়ের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

ভাংগায় তুচ্ছ ঘটনাকে  কেন্দ্র করে কুমার নদের দুই  পাড়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। বুধবার (৬ সেপ্টেম্বর)  রাত সাড়ে ৭টার সময় ঢাকা-বরিশাল মহাসড়ক রণক্ষেত্রে পরিনত হয়েছে। ঘটনাটি ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডে  এঘটনা ঘটে । এ সময় উভয় পক্ষের দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কের উপর উপরে ধাওয়া পাল্টা দেওয়া ইটপাট নিক্ষেপে ও পুলিশের রাবার বুলেটে ৩০ জন লোক আহত হয়েছে। 

সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল  ইসলাম এর নেতৃত্বে সংঘর্ষ নিয়ন্ত্রণে সক্ষম হয়। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


সরে জমিন গিয়ে দেখা যায়, ভাঙ্গা থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম এর নেতৃত্বে দুই পক্ষকে ছত্র ভঙ্গের চেষ্টা চালায়। উভয় পক্ষকে মাইকে ঘোষণা দিয়ে যার যার এলাকায় চলে যেতে নির্দেশ দেয়। ওসির নির্দেশ উপেক্ষা করেও তারা সংঘর্ষে লিপ্ত হয়। পরে  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  রাবার বুলেট, টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । এসময় আধা ঘন্টা ঢাকা বরিশাল মহাসড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। 


এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান,  বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। কত রাউন্ড ট্রাভার বুলেট নিক্ষেপ করা হয়েছে তাহা পরে জানানো হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024