করোতোয়া নদীতে নৌকাডুবি  পঞ্চগড়ের করোতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আরো ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ‍্যা গিয়ে দাড়ালো ৬১।এখনো অনেকে নিখোঁজ রয়েছে।চলছে উদ্ধার তৎপরতা। দেবীগঞ্জ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, পরে উদ্ধার হয় আরও ৭ জনের লাশ। এর আগে মাঝরাতে আউলিয়া ঘাট থেকে উদ্ধার হয় আরও দুটি মরদেহ। এ নিয়ে মোট ৬১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে।বলে জেলা প্রশাষন সুত্রে জানা যায়।
দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে আত্রাই ও পুনর্ভবা নদী থেকেও ভাসমান লাশ উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের করতোয়া নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় অনেক প্রানহানী ঘটে নিখোঁজও হয় অনেক। তাদের সন্ধানে এখনও তৎপরতা চলছে।
এদিকে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী জানান, নিহতদের পরিবারকে লাশ সৎকারের জন্য ২০ হাজার করে টাকা দেয়া হয়েছে। যারা অসুস্থ তাদের চিকিৎসার ব্যবস্থাও করেছেন তারা।

==============================

চন্দন মিত্রঃ  পঞ্চগড়ের করোতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আরো ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ‍্যা গিয়ে দাড়ালো ৬১।এখনো অনেকে নিখোঁজ রয়েছে।চলছে উদ্ধার তৎপরতা। দেবীগঞ্জ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, পরে উদ্ধার হয় আরও ৭ জনের লাশ। এর আগে মাঝরাতে আউলিয়া ঘাট থেকে উদ্ধার হয় আরও দুটি মরদেহ। এ নিয়ে মোট ৬১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে।বলে জেলা প্রশাষন সুত্রে জানা যায়।
দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে আত্রাই ও পুনর্ভবা নদী থেকেও ভাসমান লাশ উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের করতোয়া নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় অনেক প্রানহানী ঘটে নিখোঁজও হয় অনেক। তাদের সন্ধানে এখনও তৎপরতা চলছে।
এদিকে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী জানান, নিহতদের পরিবারকে লাশ সৎকারের জন্য ২০ হাজার করে টাকা দেয়া হয়েছে। যারা অসুস্থ তাদের চিকিৎসার ব্যবস্থাও করেছেন তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024