|
Date: 2023-09-07 05:45:27 |
সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে ১৫০০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৬ সেপ্টেম্বর (বুধবার) রাতে বেলকুচি পৌরসভা সুবর্ণসাড়া গ্রামে এমপি রোড জামে মসজিদের পাকা রাস্তার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি হলেন সিরাজগঞ্জের বেলকুচি থানার সাহাপুর গ্রামের আবু সাঈদ সরকারের ছেলে ইসমাইল হোসেন সরকার (২৪)
সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৫০০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024