|
Date: 2023-09-07 13:28:34 |
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জেলা প্রশাসক জনাব, মো: ইমরান আহমেদ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৭/০৯/২০২৩ ইং (বৃহস্পতিবার) সকালে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক (জামালপুর) জনাব মোঃ ইমরান আহমেদ ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন ,দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী , দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ , ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার লিপি, ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউর ইসলামসহ অনেকে ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার(ভূমি) মাহবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্পের সম্পর্কে আলোচনা করেন।
© Deshchitro 2024