|
Date: 2023-09-07 15:54:11 |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।চট্টগ্রাম মহানগরীর চৌধুরীহাট এলাকায় রেললাইনের পাশে থাকা ঝুলন্ত গাছের ডাল দিয়ে ট্রেনের ছাদে থাকা শিক্ষার্থীদের ধাক্কা খেয়ে শিক্ষার্থীরা মুখে ও মাথায় আঘাত পায়। ট্রেন ফাতেয়াবাদ স্টেশনে থামলে আহতদের নিচে নামিয়ে এনে আহতদের স্থানীয় ক্লিনিক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আহতদের পরিচয় এখনো পাওয়া যায় নি।
© Deshchitro 2024