পতনউষায় ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ-২ 


মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাসের চুলায় লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হওয়া দুইজন-কে বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)

দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষায় ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় বরুণা মাদরাসা থেকে টাইটেল ক্লাস পাশ করা তরুণ আলেম মাওলানা মুস্তাফিজুর রহমান (২৮) ও নঈম মিয়া (৪৫) গুরুতর দগ্ধ হন এবং বাড়ির একাংশ পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।

গুরুতর দগ্ধ হওয়া দুইজনকে তাৎক্ষণিক মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উভয়কে রেফার করেন। এখানে সাময়িক চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, মাওলানা মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তে আগুন রান্না ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে মুস্তফাফিজ ও নঈম মিয়া দগ্ধ হন। পরে স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যাসের আগুনে দগ্ধ মোস্তাফিজুর রহমানের বৃদ্ধ মা গায়রা বেগম জানান, দুপুরে সিলিন্ডার গ্যাসের চুলায় তার ছেলে মোস্তাফিজের স্ত্রী দুপুরের রান্না করছিলেন। হঠাৎ গ্যাসের চুলার মুখে লিক হয়ে অতিরিক্ত আগুন বের হলে তিনি চিৎকার দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যান। এ সময় মোস্তাফিজুর ও তাদের বাড়িতে লজিং থাকা নাঈম দৌড়ে এসে আগুন নেভাতে গিয়ে গুরুতর দগ্ধ হন।

এবিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ডিফেন্স অধিনায়ক ফারুকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি গ্রামবাসী ভেজা বস্তা ও বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পানিতে ডুবিয়ে রাখেন। গ্যাসের চুলার মুখে আলাদাভাবে লিকেজ হয়ে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে তিনি জানান।

পরিবার সূত্রে জানা যায়, মাওলানা মুস্তাফিজুর রহমান গত তিন দিন আগে এক কন্যা সন্তানের বাবা হয়েছেন। পরিবারের পক্ষ থেকে আহতের সুস্থতার জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন মাওলানা মুস্তাফিজের বয়োবৃদ্ধ মা সায়রা বেগম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024