মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম -লোহাগাড়া) :-সাধারণত কোন নারী বা কিশোরীকে তার স্বাভাবিক চলাফেরা বা কাজ কর্ম করা অবস্থায় অশালীন মন্তব্য করা, ভয় দেখানো, তার নাম ধরে ডাকা এবং চিৎকার করা, বিকৃত নামে ডাকা,কোন কিছু ছুড়ে দেওয়া,ব্যক্তিতে লাগে এমন মন্তব্য করা,  যোগ্যতা নিয়ে টিটকারি করা, তাকে অহেতুক হাস্যরসের উদ্রেক করা, রাস্তায় হাটতে বাধা দেওয়া, অশ্লীল ভাবে প্রেম নিবেদন করা, ইত্যাদি সবই ইভটিজিং এর সংজ্ঞায় পড়ে। আর যারা এসব কুকর্ম করে তারাই ইভটিজার।  আজ এমন এক ইভটিজারকে জনতা আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

আজ ৭ই সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯.০০ টার সময় লোহাগাড়া উপজেলার দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া দশম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়ায় পথে রাজা মিয়া (২৪) নামে এক বকাটে যুবক পথরোধ করে এবং জোর করে হাত ধরে তুলে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে। ছাত্রীটি তখনই দৌড়ে পালিয়ে যায় এবং বাড়ীতে গিয়ে অভিভাবককে ঘটনাটি খুলে বলে। পরে স্থানীয় জনতা কতৃক ইভটিজার রাজা মিয়া আটক হয় এবং তাকে স্কুল অফিসে নিয়ে আসা হয়। স্কুল কতৃপক্ষ ইউ এন ও মহোদয়কে বিষয়টি ফোনে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত স্বাক্ষীগনের সাক্ষ্য গ্রহণ শেষে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। আটককৃত রাজা মিয়া কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শীলখালী গ্রামের বাসিন্দা।  পেশায় সে একজন রিক্সা চালক। দন্ড কার্যকর করার জন্য  তাকে লোহাগাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024