কুড়িগ্রামে সাধারণ মানুষের হয়রানি লাঘবের উদ্দেশ্যে জলাতঙ্ক, জরায়ুমুখের ক্যান্সার, হেপাটাইটিস বি, এন্টি ভেনম ( সাপে কাটা)  টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস, এন্টি রেবিস ভেকসিন সহ সতের প্রকার টিকার সরবরাহের নিশ্চয়তা দিয়ে এন.সি.ডি কমিউনিটি হাসপাতালে ন্যায্য মুল্যে টিকাদান কেন্দ্রের শুভ উদ্বোধন হয়েছে। 


সোমবার বিকেল ৪ টায় এন.সি.ডি কমিউনিটি হাসপাতালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিভিলসার্জন ডাঃ মোঃ মনজুর এ- মুর্শেদ। 


এসময়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ অজয় কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থা বিভাগের সাবেক পরিচালক ডাঃ মওদুদ হোসেন রাবু, অবসরপ্রাপ্ত  সিভিলসার্জন ডাঃ আমিনুল ইসলাম, বিএমএ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, বিএমএর সম্পাদক মোঃ লোকমান হোসেন এন সি ডি কমিউনিটি  হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুশ্রী সাহা প্রমুখ।


এছাড়াও  কুড়িগ্রাম জেনারেলের হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মইনুদ্দীন আহমেদ ও ডাঃ এলিনা পারভিন যথাক্রমে হেপাটাইটিস বি ভাইরাস এবং জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। 


অনুষ্ঠানে জেলার সকল বিশেষজ্ঞ চিকিৎসকসহ সুধীজন রা উপস্থিত ছিলেন। 


এন.সি.ডি কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মন্জুশ্রী সাহা জানান, এখন থেকে জেলার মানুষকে আর টিকার জন্য নানাভাবে হয়রানির শিকার হতে হবে না। সেবাই আমাদের ধর্ম জানিয়ে তিনি দৈনিক দেশচিত্র প্রতিনিধিকে বলেন, সাধারণ মানুষের হয়রানি লাঘবের উদ্দেশ্যে এখানে 

জলাতঙ্ক, জরায়ুমুখের ক্যান্সার, হেপাটাইটিস বি, এন্টি ভেনম ( সাপে কাটা)  টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস, এন্টি রেবিস ভেকসিন সহ ১৭ প্রকার টিকার সরবরাহের 

ব্যবস্থা রয়েছে । 




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024