"পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার" এই শ্লোগানাকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলেচনা সভার আয়োজন করা হয়।

নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আ: ওয়াহেদ খান, বীর মুক্তিযোদ্ধা হাবুর রহমান, ভোসড এর উপজেলা প্রধান ম্যানেজার মো: দেলোয়ার হোসেনপ্রমূখ।

এসময় উপজেলার দিকপাশা উপ-আনুষ্ঠানিক বিদ্যালয় ও পাওতা হয়বাদপুর আনুষ্ঠানিক বিদ্যালয়ের শিহ্মর্থী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সূধী জনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রভাষক মো: আমির হোসেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024