|
Date: 2023-09-08 05:40:24 |
জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার উপ প্রেসসচিব হাসান জাহিদ তুষার জানান, শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
শনি ও রোববার হবে বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি ২০-এর শীর্ষ সম্মেলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা।
দিল্লি পৌঁছে বিকেলে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সে সময় দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, রুপি ও টাকায় বৈদেশিক বাণিজ্য করতে ন্যাশনাল পেমেন্টস সিস্টেম অব ইন্ডিয়া (এনপিসিআই) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে হবে একটি সমঝোতা স্মারক হবে। এছাড়া কৃষি গবেষণা ও শিক্ষা সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে আরও দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে দুই পক্ষ।
পাশাপাশি বাগেরহাটের রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ত্রিপুরার আগরতলা পর্যন্ত রেলপথও উদ্বোধন করার কথা রয়েছে দুই প্রধানমন্ত্রীর।
জি-২০ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী, আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গেও শেখ হাসিনার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
© Deshchitro 2024