খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় উপজেলার গোমতী এলাকা থেকে গাঁজাসহ মনির হোসেন (২৭) না‌মে এক যুবককে আটক ক‌রেছে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) রাতে মা‌টিরাঙ্গার গোমতী ইউনিয়নের আল আমিনের জালানী তেলের দোকান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে এসআই বরকত উল্লাহ'র  নেতৃ‌ত্বে সংগীয় ফোর্স সহ  অভিযান প‌রিচালনা ক‌রে ৫৫০ গ্রাম গাঁজাসহ তা‌কে আটক ক‌র হয়।

আটক কৃত মনির হোসেন মাটিরাঙ্গার গোমতী ইউনিয়নের ৫নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার জামাল হোসেনের ছেলে।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো. জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, আটককৃত মনির হোসেন বিরু‌দ্ধে পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌ণে আই‌নি কার্যক্রম প্রক্রিয়া‌ধীন। মা‌টিরাঙ্গা থানা এলাকায় যেকোন অপরাধ প্রবণতারোধে পু‌লিশ তৎপর র‌য়ে‌ছ বলেও জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024