শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ মথুরাপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের আয়োজনে পরমেশ^র ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়।
গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচির বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধার সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, জেলা পরিষদ সদস্য শিল্পী রানী মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, বুড়িগোয়ালিনী ইউপির সাবেক চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার যুগ্ম আহবায়ক রনজিৎ দেবনাথ, রমজাননগর ইউপি সদস্য পতিত পাবন মন্ডল, মুন্সিগজ ইউপি সদস্য উৎপল জোয়ারদ্দার প্রমুখ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আলোচনা শেষে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের বিভিন্ন চলমান কার্যক্রম পরিদর্শন করেন।