শ্রীপুর উপজেলা নারী ও শিশু কল্যান সমিতির উদ্যোগে অসহায় দরিদ্র এবং বিধবা মহিলাদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।


গাজীপুরের শ্রীপুর উপজেলায় অসহায় হতদরিদ্র এবং বিধবা মহিলাদের  মাঝে নগদ অর্থ বিতরণ করেন শ্রীপুর উপজেলা নারী ও শিশু কল্যাণ সমিতির সভাপতি মোঃ মেহেদী হাসান আশিক।  অসহায় হতদরিদ্র বিধবা মহিলাদের মাঝে অর্থ বিতরণ কালে  এ সময়  শ্রীপুর উপজেলা নারী ও শিশু কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মোঃ রানা সহ সভাপতি ফাহেমা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।  


এ বিষয়ে মেহেদী হাসান আশিক জানান শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান এর নেতৃত্বে নারী ও শিশু কল্যান সমিতির উদ্যোগে এই অর্থ বিতরণ করা হয়। 


শ্রীপুর উপজেলা নারী ও শিশু কল্যান সমিতির সভাপতি মোঃ মেহেদী হাসান আশিক সাংবাদিকদের বলেন, পৌরসভার মেয়র আনিসুর রহমান এর নেতৃত্বে এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষদের মাঝে ২০০০ হাজার করে ১০ জন কে চেক বিতরণ করা হয়৷  শ্রীপুর উপজেলা নারী ও শিশু কল্যান সমিতির পক্ষ থেকে সব সময় অসহায় দরিদ্র এবং বিধবা মহিলাদের জন্য উন্নয়ন মূলক কাজ করে থাকেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024