“পর্যটনে নতুন ভাবনা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০২২ পালিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে পর্যটন দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে পর্যটন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এতে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ চলমান পর্যটন কেন্দ্রটি উন্নয়ন কার্যক্রম বেগবান করলে সরকারের রাজস্ব বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী পর্যটন কেন্দ্র দেশ-বিদেশে আরো পরিচিতি পাবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023