টাঙ্গাইলের মধুপুররে আন্তর্জাতিক সাক্ষরতার দিবসে "পরিবর্তনশীল শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার" এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে, উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সেপ্টেম্বর, সকালে মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। উপজেলা সমাজ সেবা অফিসার, ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মধুপুর শহীদ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, মধুপুর প্রেসক্লাবের সভাপতি  হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম শহীদ, মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মধুপুর উপজেলা শাখার সভাপতি, আজিজুল রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ আন্তর্জাতিক সাক্ষরতা বিষয় নিয়ে তথ্য বহুল আলোচনা বলেন। এর আগে বর্ণাঢ্য এক ৱ্যালির আয়োজন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024