কুমিল্লার চান্দিনা উপজেলার পৌরসভার প্রধান সড়কটির ফুটপাত দখলমুক্ত করতে এবং যানজট নিরসনের লক্ষে উপজেলা সদরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই অভিযান হয়। এসময় মোটর সাইকেল, অটোরিক্সা, সিএনজিসহ বিভিন্ন পরিবহনের অবৈধ পার্কিং এবং ফুটপাত অবৈধভাবে দখলের দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর মাধ্যমে ১১টি মামলায় ২৩ হাজার টাকা জারিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল। এসময় চান্দিনা থানা পুলিশ ও  পৌরসভার টিকাদান কর্মকর্তা আবদুল ওয়াদুদ সহ পৌরসভার কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024