|
Date: 2022-09-27 15:00:46 |
আগামী ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাঃ মোঃ মকবুল হোসেনের আনারস প্রতিকের বিজয়ের লক্ষে মঙ্গলবার সকাল ১১টায় সারিয়াকান্দি উপজেলা আ'লীগ আয়োজিত বগুড়ার উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
সারিয়াকান্দি উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডলের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ'লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আ'লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাঃ মোঃ মকবুল হোসেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, পৌর মেয়র মতিউর রহমান মতি, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, অধ্যক্ষ রফিকুল ইসলাম, আলতাফ হোসেন বান্টু, তাজুল ইসলাম বাদশা, আব্দুল কাফী মন্ডল, আসাদুজ্জামান আসাদ, শহিদুল ইসলাম সুজন, আনোয়ার হোসেন দিপন প্রাং, মাহমুদুন্নবী হিরো, নূর মোঃ মেহেদী হাসান (আলো), রাছেদুউজ্জামান রাছেল, প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, খন্দকার খোরশেদ আলম, বজলার রহমান, ইউপি সদস্য আব্দুল হান্নান, কামাল হোসেন, জোসনা বেগম, ফরিদ উদ্দিন প্রমুখ।
© Deshchitro 2024